GK Question s by Asadul Asad | Aug 14, 2018 | 0 comments Welcome to your GK Question Set - 2 01. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়?ক) ৭ এপ্রিল, ১৯৭২খ) ৭ এপ্রিল, ১৯৭৩গ) ১০ এপ্রিল, ১৯৭২ঘ) ১০ এপ্রিল, ১৯৭৩ 02. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান আসন সংখ্যা ?ক) 330খ) 340গ) 345ঘ) 350 03. বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সারাসরি ভোটে নির্বাচিত হন ?ক) 1996খ) 1997গ) 1998ঘ) 1999 04. বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না ?ক) বিবাহ বিচ্ছেদখ) নারী ও শিশু পাচারগ) শিশু অভিভাবকত্বঘ) দেন মোহর 05. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ?ক) ৭ই মার্চ ১৯৭২খ) ৭মার্চ,১৯৭৩গ) ৭ই জুন ১৯৭২ঘ) ৭ই জুন ১৯৭৩ 06. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?ক) ৭ মার্চ,১৯৭৩খ) ৫ মার্চ,১৯৭৩গ) ৬ এপ্রিল,১৯৭৩ঘ) ১১ এপ্রিল,১৯৭৩ 07. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?ক) ড. কামাল হোসেনখ) বিচারপতি সাহাবুদ্দিনগ) বিচারপতি হাবিবুর রহমানঘ) সৈয়দ ইশতিয়াক আহমদ 08. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?ক) সৈয়দ নজরুল ইসলামখ) তাজউদ্দীন আহমদগ) শেখ মুজিবুর রাহমানঘ) ক্যাপ্টেন মনসুর আলী 09. বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে ?ক) 1975খ) 1976গ) 1977ঘ) 1981 10. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স দরকার ?ক) ৩০ বছরখ) ২৫ বছরগ) ৩৫ বছরঘ) ৪০ বছর 11. বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি ?ক) গ্রাম সরকারখ) ইউনিয়ন পরিষদগ) পৌরসভাঘ) গ্রাম পঞ্চায়েত 12. বাংলাদেশের শাসনব্যবস্থার ধরন - (What is the present form of government in Bangladesh ?)ক) Presidentialখ) Federalগ) Parliamentryঘ) None of these 13. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?ক) অষ্টমখ) নবমগ) একাদশঘ) দ্বাদশ 14. বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোকে কতটি স্তরে ভাগ করা হয়েছে ?ক) 2খ) 3গ) 4ঘ) 6 15. বাংলাদেশের সবচেয়ে কম মেয়াদের সংসদ কোনটি ?ক) সপ্তমখ) নবমগ) ষষ্ঠঘ) পঞ্চম 16. বাংলাদেশের সরকার পদ্ধতি ?ক) এককক্ষ বিশিষ্ট আইনসভাখ) সংসদীয় সরকার পদ্ধতিগ) বহুদলীয় গণতন্ত্রঘ) সবগুলোই 17. বাংলাদেশের সরকার পদ্ধতি -ক) এককেন্দ্রিকখ) রাজতন্ত্রগ) যুক্তরাষ্ট্রীয়ঘ) রাষ্ট্রপতিশাসিত 18. বিচার বিভাগের কাজ কি ?ক) আইন প্রনয়নখ) বাজেট পাসগ) দন্ড বিধানঘ) আইনসভা আহবান 19. বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?ক) আইন প্রনয়নখ) ন্যায় বিচার প্রতিষ্ঠাগ) সংবিধানের ব্যাখ্যা প্রদানঘ) সরকারকে পরামর্শ দেয়া 20. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় কোন সনে গঠিত হয় ?ক) ১৯৯২ সালেখ) ২০০০ সালেগ) ২০০১ সালেঘ) ২০০২ সালে Time is Up!