Welcome to your GK Question Set -1

01. বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি কে?
02. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
03. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
04. বাংলাদেশে জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল ?
05. বাংলাদেশে জাতীয় সংসদে মহিলা সদস্যের সংরক্ষিত আসন কত?
06. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সনে ?
07. বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে  ?
08. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে ?
09. বাংলাদেশে বর্তমানে নারীমন্ত্রীর সংখ্যা কত?
10. বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত  ?
11. বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন ?
12. বাংলাদেশের ১নং আসন কোথায়?
13. বাংলাদেশের ৩০০ নং আসন কোথায় ?
14. বাংলাদেশের ৫ম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
15. বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
16. বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদকালীন সংসদ কোনটি ?
17. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ?
18. বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন?
19. বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয় ?
20. বাংলাদেশের জাতীয় সংসদের ইরেজী নাম ?