RU D unit
05
September, 2018
Admission Test 2018
University of Rajshahi
রাবি ভর্তি পরীক্ষার বিস্তারিত( শুধুমাত্র D ইউনিটের ক্ষেত্রে)
(সাবজেক্টস+আসন সংখ্যা+মানবন্টণ+টিপস)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
আগামী ৩ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সেশনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
১০০ মার্কসের MCQ পরীক্ষা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০।
D ইউনিট (জীব ও ভু বিজ্ঞান অনুষদ + কৃষি অনুষদ):
১.উদ্ভিদ বিজ্ঞান(৮৮)
২.প্রাণিবিদ্যা(৮০)
৩.ভূগোল ও পরিবেশবিদ্যা(৭৬)
৪.চিকিৎসা মনোবিজ্ঞান (২৬)
৫.ভু তত্ব ও খনিবিদ্যা(৬০)
৬.জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (৪০)
৭. মনোবিজ্ঞান (৬৬)
কৃষি অনুষদ –
৮.এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন (৫৬)
৯.ফিসারিজ (৫০)
১০.এনিম্যাল হাজবেন্ডরি এন্ড ভেটেনারি সায়েন্স(৫০)
১১.ক্রপ সায়েন্স এন্ড
টেকনোলজি( ৫৬)
বিদ্র: প্রথম বন্ধনীর ভেতর প্রত্যেক বিভাগের সিট সংখ্যা দেওয়া হয়েছে।
D ইউনিটের উত্তর দিতে হবে-:
পদার্থ (২৫ মার্কস) ; রসায়ন (২৫ মার্কস) ;জীববিজ্ঞান (৫০ মার্কস)
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
#জীববিজ্ঞান: এখানে প্রতিবছরই উদ্ভিদবিজ্ঞান অংশ থেকে বেশি প্রশ্ন আসে সেটা লক্ষ্য করা যায়। এর মধ্যে প্রথম দিকের অধ্যায় গুলো থেকে বেশি প্রশ্ন আসে। প্রানিবিজ্ঞান থেকে সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশ্ন আসে সেগুলোই বেশি আসতে দেখা যায়। এই ইউনিটে ভালো রেজাল্ট করতে হলে জীববিজ্ঞান অংশে অন্তত ৩৫-৪০ মার্কস পেতেই হবে।
#রসায়ন: সাধারণত জৈব রসায়ন থেকে ৩-৪ প্রশ্ন অবশ্যই আসে। এছাড়া ১ম ও ২য় পত্রের ২য়, ৩য়, ৪র্থ অধ্যায় গুলো অনেক থেকে বেশি প্রশ্ন আসে। ১ম ও ২য় পত্রের ১ম ও ৫ম অধ্যায় থেকে সর্বমোট ৪টি প্রশ্ন আসতে পারে।
#পদার্থবিজ্ঞান: ছোটখাটো প্রশ্নগুলো বেশি আসে। সহজ কিছু অংক আসতে দেখা যায়। ১ম ও ২য় পত্র থেকে সমানভাবে প্রশ্ন আসে। বৈশিষ্ট, উদাহরণ এগুলো ভালো করে পড়া উচিত।
Want new articles before they get published?
Subscribe to our Awesome Newsletter.