RU B unit
রাজশাহী বিশ্ববিদ্যালয় – বি ইউনিট
আসন্ন ভর্তিপরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণকারী বন্ধুরা কেমন আছেন?
কেমন চলছে আপনাদের আপনাদের শেষ সময়ের প্রস্তুতি? সঠিকভাবে প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আপনি যে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে পরীক্ষা দিচ্ছেন তা সম্পর্কে জানাও খুবই জরুরি।
আপনাদের আমি এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। আশাকরি আপনারা উপকৃত হবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা ২০১৮–১৯ এ ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইন্সটিউটের সমন্বয়ে গঠন করা হয়েছে বি ইউনিট। ৬টি বিভাগ এবং একটি ইন্সটিউটের সর্বোমোট ৫৬০টি সিটের জন্য ভর্তিযুদ্ধে লড়াই করবে শিক্ষার্থীরা।
বিভাগ ও ইনস্টিটিউট অনুসারে সিট সংখ্যা–
>হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ= ১১০টি(বাণিজ্য ১০০ এবং অবাণিজ্য ১০)
>ম্যানেজমেন্ট স্টাডীজ বিভাগ= ১০০টি(বাণিজ্য ৮৫ এবং অবাণিজ্য ১৫)
>মার্কেটিং বিভাগ= ১১০টি(বাণিজ্য ৮৫ এবং অবাণিজ্য ২৫)
>ফাইন্যান্স বিভাগ= ১০০টি(বাণিজ্য ৮৫ এবং অবাণিজ্য ১৫)
>ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ= ৬০টি(বাণিজ্য ৫০ এবং অবাণিজ্য ১০)
>ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ= ৩০টি(বাণিজ্য ২৫ এবং অবাণিজ্য ৫)
>ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(আইবিএ)= ৫০টি(বাণিজ্য ২৫ এবং অবাণিজ্য ২৫)
ন্যুনতম যোগ্যতা হিসেবে বানিজ্য শাখা থেকে উত্তীণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায়( ৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫ পেতে হবে। বিজ্ঞান ও মানবিক শাখার আবেদনকারীর জন্য যথাক্রমে মোট জিপিএ ৮.০০ ও ৭.০০ পেতে হবে। অন্যদিকে জিসিই ০ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে। ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন(ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংলিশে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের তার এ্যাপ্লিকেশন আইডি ও মোবাইল নম্বর উল্লেখসহ ১২–০৯–২০১৮ তারিখের মধ্যে ইমেইল(ru_admission@ru.ac.bd) এর মাধ্যমে জানাতে হবে।
এবার আসি ভর্তিযুদ্ধের বিষয় সমূহ এবং মানবন্টন নিয়ে–
>বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের জন্য– ইংরেজি(৩০), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা(৩০),হিসাববিজ্ঞান(৩০), আইসিটি(১০)
>অবাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য– বাংলা(৩০), ইংরেজি(৩০), সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান(৩০),আইসিটি(১০)
বি.দ্র.- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(আইবিএ)-তে ভর্তির জন্য ইংরেজি বিষয়ে ভর্তিপরীক্ষায় ৪০% অর্থাৎ ন্যূনতম ১২ নম্বর পেতে হবে।
বি ইউনিটে অংশগ্রহণকারীদের আবেদন ফি বাবদ ৬৬০+৬৬=৭২৬ টাকা ব্যয় করতে হবে।
অনলাইনে প্রাথমিকভাবে আবেদন করার জন্য যেবিষয় গুলোর দিকে নজর রাখা প্রয়োজন–
যোগ্যতা যাচাই
ওয়েবসাইটের হোম পেজে “স্টার্ট প্রিলিমিনারী এ্যাপ্লিকেশন” বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবির দৃশ্যতে সংখ্যা এবং অক্ষর যথাস্থানে ইনপুট দিতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাবোর্ডের স্থলে প্রযোজ্যক্ষেত্রে টেকনিক্যাল–ভকেশনাল অথবা টেকনিকাল–এইচ বিএএম/ডিআইসি (ডিপ্লোমা ইন কমার্স অথবা বিজনেস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে),জিসিই(এ লেভেল, ও লেভেল) ও বিএফএ এর শিক্ষার্থীদের বোর্ডের স্থলে আদার্স(জিইসি–এ লেভেল/বিএফএ)সিলেক্ট করবে।
সকল তথ্য সঠিকভাবে পুরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের পেজ পাওয়া যাবে। কোনো আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে “কমপ্লেইন বক্স” এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ(প্রয়োজনীয় তথ্যাদি সহ) প্রদান করতে পারবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষন করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া
মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন
আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশয়ই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না।প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে। মোবাইল নম্বর সর্তকতার সাথে প্রদান করা প্রয়োজন। ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সঠিক মোবাইল নম্বর প্রদানের পর “সাবমিট” এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল নম্বর ফোনে চার ডিজিটের একটি পিন নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরটি নির্ধারিত বক্সে লিখে “ভেরিফাই পিন” এ ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। মোবাইল নম্বর ভুল হলে সেক্ষেত্রে “এডিট মোবাইল নম্বর” লিংকে গিয়ে নম্বরটি সংশোধন করা যাবে।
প্রাথমিক আবেদনের ইউনিট সিলেকশন
মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর এসএসসি/স্মমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় তথ্যসহ প্রাথমিকভাবে আবেদনযোগ্য ইউনিটের তালিকা প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে “এক্সিট” এ ক্লিক করে তা সংশোধন করে নিতে হবে। আবেদনকারী যে যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক চিহ্ন( আবেদনযোগ্য কোন ইউনিটে পরবর্তীতেও আবেদন করা যাবে)দিয়ে “সাবমিট” এ ক্লিক দিতে হবে।
ছবি আপলোড
এই ধাপে আবেদনকারীকে সদ্য তোলা একটি ৩০০*৪০০ পিক্সেল সাইজের স্পষ্ট(স্টুডিও কোয়ালিটি) রঙিন জেপিজি ফরম্যাটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ কোনো মতেই ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না।
ছবির পেছনে এওক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে; ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা, প্রকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহনযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে, আবেদনের সময় প্রদত্ত ছবিই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোনো সংশোধন করা যাবে না।
কোটার তথ্য প্রদান
সঠিকভাবে ছবি আপলোডের পর আবেদনকারীকে তার কোটা/কোটাসমূহ(সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে) সিলেক্ট করতে হবে।
যে কোটায় আবেদন করতে ইছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ
২ মেগাবাইট) একটি মাত্র জেপিজে/পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে। এফএফও ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র এবং প্রার্থীর সাথে সম্পর্ক প্রমানের প্রয়োজনীয় জন্মসনদ পত্র/পত্রসমূহ একটি
ফাইল জেপিজে/পিডিএফ) –এর মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রেও প্রয়োজনীয় প্ৰমাণপত্র আপলোড করতে।
হবে। সংগৃহীত সকল কাগজপত্র সংরক্ষণ করা হবে।
ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটার সংশ্লিষ্ট মল কাগজপত্র সহ প্ৰয়োজনীয় প্রমানাদি উপস্থাপনে ব্যর্থ হলে সকল প্রকার
ভর্তির সুযোগ বাতিল করা হবে।
আবেদনের তথ্য প্রদান সম্পন্নকরন।
প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর “নেক্সট” বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শিত
হবে। কোন তথ্য ভুল থাকলে “ব্যাক” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে।
“সাবমিট প্রিলিমিনারী এ্যাপ্লিকেশন) বাটনে ক্লিক দিলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদান সম্পন্ন হবে এবং
একটি পি পাওয়া যাবে। উক্ত স্লিপে আবেদনকারীর এ্যাপ্লিকেশন আইডি, বিল নম্বর এবং ফি এর পরিমাণ (৫৫/ – টাকা)
মুদ্রিত থাকবে। ফ্লিপটির নিচের দিকে অবস্থিত “ডাউনলোড পে স্লিপ) বাটনে ক্লিক করে স্ক্রিপটি প্রিন্ট বা সংরক্ষণ (সেভ)
করা যাবে। এই ক্রিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে। ওকে বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে। প্রাপ্ত বিল নম্বর ব্যবহার করে মোবাইল ব্যাংকিং–এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
প্রাথমিক আবেদনকারীদের এইসসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের জন্য অনধিক ৩২০০০
আবেদনকারী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদেরকে ১৬/০৯/২০১৮ তারিখের পর নির্দিষ্ট সময় (পরবর্তীতে উল্লেখ করা হবে)
এর মধ্যে admission.ru.ac.bd এর মাধ্যমে তার মূল (চুড়ান্ত) আবেদন সম্পন্ন করতে হবে।
ফি প্রদান পদ্ধতি ও প্রাথমিক আবেদন নিশ্চিতকরণ।
স্লিপে প্রদত্ত বিল নম্বর ব্যবহার করে ডাচ–বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রাথমিক আবেদনের ফি (সার্ভিস চার্জসহ
৫৫/- টাকা) নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত (কনফার্ম) করতে হবে। সংশ্লিষ্ট ফি
প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।
ডাচ–বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
স্টেপ-1:
ডায়াল *322# ।
স্টেপ-2: “1. পেমেন্ট” অপশন সিলেক্ট করতে হবে।
স্টেপ-3:”1. বিল পে” অপশন সিলেক্ট করতে হবে।
স্টেপ-4: “2. আদার্স” অপশন সিলেক্ট করতে হবে।
স্টেপ-5:”এন্টার পেয়ার মোবাইল নম্বর” এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে।
স্টেপ-6: এন্টার বিলার আইডি এর স্থলে ‘377’ টাইপ করতে হবে।
স্টেপ-7:এন্টার বিল নম্বরের এর স্থলে অবশ্যই রূিপে প্রদত্ত বিল নম্বরটি প্রদান করতে হবে।
স্টেপ-8:এন্টার এ্যামাউন্ট এর স্থলে ক্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে।
স্টেপ-9:এটার পিন এর স্থলে কাস্টমারের এর ডাচ–বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট এর পিন নম্বর দিতে হবে।
স্টেপ-10: | পেমেন্ট কনফারমেনশন এসএমএস আসবে। এই এসএমএস থেকে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ডাচ–বাংলা মোবাইল ব্যাংক হতে ফি প্রদানের নিশ্চিতকরণ এসএমএস পাওয়া যাবে এবং ফি প্রদানের পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে
সংশ্লিষ্ট আবেদনের তথ্য ওয়েবসাইটে আপডেট করা হবে।
বিশেষ প্রার্থীদের আবেদন পদ্ধতি
জিসিই (এ লেভেল, ও লেভেল) ও বিএফএ এর আবেদনকারীদের ওয়েব সাইটের হোম পেজে
“স্টার্ট প্রিলিমিনারী এ্যাপ্লিকেশন” বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রবেশ করে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য
(বোর্ডের স্থলে আদার্স( জিসিই–এ লেভেল/বিএফএ) সিলেক্ট করতে হবে) সহ এইচএসসি ও এসএসসি এর সমমান পরীক্ষার মাকসিটের
স্ক্যান কপি (প্রতিটির সাইজ অনুর্ধ 1এমবি) আপলোড করতে হবে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদনকারীর প্রদত্ত মোবাইল
ফোনে আবেদনের যোগ্যতার বিষয়টি অবহিত করা হবে। এরপর আবেদনকারীকে উপরে বর্ণিত (১) হতে (৩) নং পদ্ধতি
অনুসরন করে আবেদন সম্পন্ন করতে হবে।
ভৰ্তি সংক্রান্ত তথ্যের জন্য ।
ইলেইলঃ ru_admission@ru.ac.bd
হেল্প লাইনঃ 01703-499973, 01703499974, 01797234567
(০৩/০৯/২০১৮ হতে ১২/০৯/২০১৮ তারিখ প্রতিদিন সকাল ০৯:০০টা – রাত ০৯:০০টা)